বর্তমানে এ জামিয়ায় শিশু শ্রেণী থেকে নিয়ে কওমী মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস “মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ” পর্যন্ত চালু আছে। ইবতিদাইয়্যাহ (প্রাথমিক), মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক), ছানুবিয়া (উচ্চ মাধ্যমিক), ফজিলত (স্নাতক) ও তাকমীল ফিল হাদিস (স্নাতকোত্তর) স্থরসমূহের অধীনে জামাতগুলো রয়েছে। এগুলোতে আরবী,বাংলা, ইংরেজী, উর্দু ও ফার্সী ভাষা শিক্ষাদানসহ সীরাত, ইতিহাস, মানতিক-ফালসাফাহ, বালাগাত, তাফসীর, ফিক্হ, আক্বাঈদ, হাদীস ও উসূলে হাদিস শিক্ষা দান করা হয়। বিশেষত: দশম শ্রেণী (কাফিয়া) পর্যন্ত অত্যন্ত গুরুত্বের সাথে বাংলা-ইংরেজী পড়ানো হয়।
যোগাযোগ -: 01342 573359