স্থাপিতঃ ১৯৯০ ঈসায়ী BIIN: ০০২১৩

আনিকেলীবড় (কালিয়ারগাঁও), মোহাম্মদপুর, মৌলভীবাজার

হিসাব বিভাগ

জামিয়ার যাবতীয় আদান-প্রদান এ বিভাগের মাধ্যমে হয়ে থাকে। এ বিভাগ পরিচালনার জন্য সার্বক্ষনিক একজন দক্ষ হিসাব রক্ষক নিয়োজিত আছেন। জনসাধারণের অনুদান, ছাত্রদের প্রদত্ত ফিসহ যাবতীয় প্রাপ্তি এবং শিক্ষকবৃন্দের বেতন-ভাতা, বোর্ডিং পরিচালনা, নির্মানসহ যাবতীয় আয়-ব্যয়ের তথ্য এ বিভাগে সংরক্ষণ করা হয়। এবং সরকারী অনুমোদিত কোম্পানির অধীনে প্রতি বছর হিসাব নিরীক্ষণ করা হয়।

বর্তমান হিসাব রক্ষক: মাস্টার শাহেদ মো. আব্দুল মোক্তাদির সাহেব
যোগাযোগ : 01751 662492