স্থাপিতঃ ১৯৯০ ঈসায়ী BIIN: ০০২১৩

আনিকেলীবড় (কালিয়ারগাঁও), মোহাম্মদপুর, মৌলভীবাজার

আগামী ৯ ডিসেম্বর রোজ মঙ্গলবার জামেয়া ইসলামিয়া মদিনাতুল উলূম টাইটেল মাদরাসার উদ্যোগে এক বর্ণাঢ্য বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের বাগ্মিতা, আত্মবিশ্বাস এবং দ্বীনি জ্ঞান বিকাশের লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

এই প্রতিযোগিতায় চারটি ভাষায় বক্তৃতা প্রদান করা হবে—আরবি, বাংলা, উর্দু ও ইংরেজি। বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে সীরাতে রাসূল ﷺ এবং সীরাতে খুলাফায়ে রাশেদাহ। এতে অংশগ্রহণকারী ছাত্ররা ইসলামের ইতিহাস ও আদর্শ সম্পর্কে গভীর ধারণা লাভ করবে।

প্রতিযোগিতাটি তিনটি শাখায় অনুষ্ঠিত হবে। দাওরায়ে হাদিস থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রথম শাখা, সপ্তম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত দ্বিতীয় শাখা এবং নুরানী প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত তৃতীয় শাখা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও থাকবে হামদ, নাত, জামিয়া সংগীত ও অন্যান্য ইসলামী পরিবেশনা। সুধী সমাজ ও অভিভাবকদের উপস্থিতি কাম্য।