স্থাপিতঃ ১৯৯০ ঈসায়ী BIIN: ০০২১৩

আনিকেলীবড় (কালিয়ারগাঁও), মোহাম্মদপুর, মৌলভীবাজার

ছাত্র পাঠাগার ও ছাত্রাবাস নির্মাণ প্রকল্প

শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সুযোগ বৃদ্ধি এবং মনোরম পরিবেশে অধ্যয়নের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে জামেয়া ইসলামিয়া মদিনাতুল উলূম টাইটেল মাদরাসার পক্ষ থেকে একটি আধুনিক ছাত্র পাঠাগার ও ছাত্রাবাস নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

মাদরাসা মসজিদের উত্তর দিকের পুরাতন টিনশেড ভবনটি ভেঙে তার স্থলে ১৩২০ বর্গফুট আয়তনের একটি তিনতলা ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। ভবনের নিচতলায় থাকবে একটি সমৃদ্ধ ছাত্র পাঠাগার, মেহমানখানা এবং ওয়াশ জোন। দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকবে শিক্ষক মহোদয়দের কক্ষ ও প্রায় ১০০ জন ছাত্রের আবাসিক ব্যবস্থা।

পাঠাগারে সহপাঠ্য কিতাবাদি অধ্যয়নের পাশাপাশি একটি কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে নিচতলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় তলার কাজ চলমান রয়েছে। ইনশাআল্লাহ অচিরেই প্রকল্পের গুরুত্বপূর্ণ ধাপসমূহ সম্পন্ন হবে।

এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শিক্ষা ও আবাসিক সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।

অনুদান পাঠানর ঠিকানা

অবস্থাঃ- চলমান

বাজেটঃ-৮০,০০,০০০ টাকা প্রায়

স্থানঃ-মসজিদের উত্তর দিকে

অনুদান পাঠানর ঠিকানা