স্থাপিতঃ ১৯৯০ ঈসায়ী BIIN: ০০২১৩

আনিকেলীবড় (কালিয়ারগাঁও), মোহাম্মদপুর, মৌলভীবাজার

নতুন মেহমানখানা নির্মাণ প্রকল্প

মাদরাসার সূচনালগ্ন থেকেই দেশ-বিদেশের বহু উলামায়ে কেরাম ও পীর-মাশায়েখ নিয়মিতভাবে এই মাদরাসায় আগমন করেন এবং রাত্রিযাপন করেন। বর্তমানে বিদ্যমান মেহমানখানাটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় নতুন একটি মেহমানখানা নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নতুন মেহমানখানায় সম্মানিত অতিথিদের জন্য আরামদায়ক কক্ষ, প্রয়োজনীয় ওয়াশ সুবিধা এবং শান্ত পরিবেশ নিশ্চিত করা হবে। এর ফলে আগত মেহমানগণ স্বাচ্ছন্দ্যের সাথে অবস্থান করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এই প্রকল্প বাস্তবায়ন হলে মাদরাসার আতিথেয়তা ব্যবস্থাপনা আরও উন্নত হবে।

অনুদান পাঠানর ঠিকানা

অবস্থাঃ- চলমান

বাজেটঃ-২৫,০০,০০০ টাকা

স্থানঃ-মাদরাসা ক্যাম্পাস

অনুদান পাঠানর ঠিকানা