স্থাপিতঃ ১৯৯০ ঈসায়ী BIIN: ০০২১৩

আনিকেলীবড় (কালিয়ারগাঁও), মোহাম্মদপুর, মৌলভীবাজার

ভর্তি বিষয়ক তথ্য

আগামী শিক্ষাবর্ষে ভর্তি শুরু হবে: ১০ শাওয়াল ৪৭ হি./ ২৮ মার্চ ২৬ ইং রোজ শনিবার। ভর্তিচ্ছু সকল ছাত্রকে ভর্তি ফরমে বর্ণিত ও কর্তৃপক্ষ-প্রণীত শর্তাবলীতে উত্তীর্ণ হতে হবে।

ভর্তির নিয়ম:

জামিয়ার অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
ভর্তি ফরম পূর্ণ করে অপর পৃষ্টায় বর্নিত সকল নিয়ম-কানুন পড়ে তা মান্য করার অঙ্গিকারমূলক দস্তখত করতে হবে।
ফরমের সাথে এক কপি ছবি ও জন্ম নিবন্ধনের ফটোকপি যোগ করতে হবে।
তালিমাতের দফতর থেকে ভর্তি পরীক্ষার তথ্য সংগ্রহ করতে হবে। পুরাতন হলে পূর্ববর্তী পরীক্ষার ফলাফল যোগ করে দেওয়া হবে।
ভর্তি পরীক্ষায়/পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তালিমাতের সুপারিশ গ্রহণপূর্বক এহতেমামের/পরিচালকের মঞ্জুরী গ্রহণ করতে হবে।
সব কাজ শেষে তালিমাতের অফিসে যাবতীয় তথ্য এন্ট্রি করিয়ে ভর্তি ফি দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে এবং আবাসিক ছাত্রদের জন্য দারুল ইক্বামা বিভাগ থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে তা পূরণ করে এহতেমাম/ তা’লীমাত থেকে মন্জুরী নিয়ে ফি আদায় করে সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য: ভর্তির যাবতীয় কার্যক্রম অফলাইনে সম্পন্ন করা হয়।